আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিশ্বকাপ বর্জন করবে কিনা, সে বিষয়ে শুক্রবার বা সোমবার সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।
সোমবার বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে এই বিষয়ে বৈঠকের পর তিনি এ পোস্ট করেন।
নাকভি তার পোস্টে উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে বৈঠকের পর তিনি ‘সব বিকল্প বিবেচনায় রেখে’ সমস্যার সমাধান করার নির্দেশনা দিয়েছেন।
টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতে খেলতে না চাওয়া ইস্যুতে এর আগে আইসিসি’র সমালোচনা করে মন্তব্য করেছিলেন। ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের না খেলার প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ না খেলতে পারে, এমনও মন্তব্য করেছিলেন নাকভি।
বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তকে আইসিসির ‘দ্বিমুখী আচরণ’ বা ‘ডাবল স্ট্যান্ডার্ড’ হিসেবে আখ্যা দিয়েছিলেন নাকভি। সেদিনের বক্তব্যে তিনি জানিয়েছিলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান।
তবে পিসিবি চেয়ারম্যানের বক্তব্য পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনার জন্ম দিলেও বিশ্বকাপকে সামনে রেখে গত সপ্তাহেই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.