২০২৬ সালে সোনার দাম সর্বোচ্চ ৭,১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে: এলএমবিএ

বিশ্ববাজারে সোনার দাম আজ ইতিহাসে এই প্রথম আউন্সপ্রতি ৫ হাজার ডলার অতিক্রম করেছে। সোনার দামের এই ঊর্ধ্বগতি এখানেই থামছে না। লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের (এলএমবিএ) বার্ষিক পূর্বাভাস জরিপে বিশ্লেষকেরা বলছেন, ২০২৬ সালে সোনার দাম সর্বোচ্চ ৭,১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে।

সোমবার (২৬ জানুয়ারি) রয়টার্সের এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কারণ হিসেবে বিশ্লেষকেরা বলছেন, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি ও বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ—সব মিলিয়ে সোনার দামে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

আজ সোমবার স্পট মার্কেটে সোনার দাম ৫,০৯২.৭০ ডলার পর্যন্ত উঠে যায়। চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ১৭ শতাংশের বেশি বেড়েছে। এর আগে ২০২৫ সালে সোনার দাম বেড়েছে প্রায় ৬৪ শতাংশ।

লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের (এলএমবিএ) বার্ষিক পূর্বাভাস জরিপে বিশ্লেষকেরা বলছেন, ২০২৬ সালে সোনার দাম সর্বোচ্চ ৭,১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে। গড় দাম হতে পারে ৪,৭৪২ ডলার।

বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসও পূর্বাভাস বৃদ্ধি করেছে। তারা বলেছে, ২০২৬ সালের ডিসেম্বরে সোনার দাম ৫,৪০০ ডলারে উঠতে পারে। এর আগে তাদের পূর্বাভাস ছিল ৪,৯০০ ডলার।

স্বাধীন বিশ্লেষক জনাব রস নরম্যান মনে করেন, চলতি বছর সোনার দাম সর্বোচ্চ ৬,৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে। গড় দামের ক্ষেত্রে তাঁর পূর্বাভাস ৫,৩৭৫ ডলার।

রস নরম্যান বলেন, এই মুহূর্তে একমাত্র নিশ্চিত বিষয় হলো অনিশ্চয়তা। এই অনিশ্চয়তাই সোনার পালে হাওয়া দিচ্ছে।

ভূরাজনৈতিক উত্তেজনা

গত বছর থেকে বিশ্ববাজারে সোনার দাম বাড়ার পেছনে বড় ভূমিকা পালন করছে ভূরাজনৈতিক উত্তেজনা। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে টানাপোড়েন, শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা ও এমনকি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে ক্রমবর্ধমান সন্দেহ—সবকিছুর কারণে বাজার অস্থির হয়ে উঠেছে।

মেটালস ফোকাসের পরিচালক জনাব ফিলিপ নিউম্যান বলেন, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়তে পারে। একই সঙ্গে শেয়ারবাজার অতিমূল্যায়িত—এমন উদ্বেগ থেকেও বিনিয়োগকারীরা সোনার দিকে ধাবিত হচ্ছেন।

ফিলিপ বলেন, পাঁচ হাজার ডলারের মাইলফলক পার হওয়ার পর সোনার দাম আরও বাড়বে, তা প্রত্যাশিত।

কেন্দ্রীয় ব্যাংকের সোনার মজুত বৃদ্ধি

২০২৫ সালে সোনার দাম বৃদ্ধির পেছনে বড় চালিকাশক্তি ছিল কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি। বিশ্লেষকদের মতে, এই ধারা ২০২৬ সালেও অব্যাহত থাকতে পারে।

গোল্ডম্যান স্যাকসের হিসাবে, উদীয়মান অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রতি মাসে গড়ে ৬০ টন সোনা কিনতে পারে। পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাদের সোনার মজুত ৫৫০ টন থেকে বাড়িয়ে ৭০০ টনে নেওয়ার পরিকল্পনা আছে। ডিসেম্বর পর্যন্ত চীনের কেন্দ্রীয় ব্যাংকও টানা ১৪ মাস সোনা কিনেছে।

রস নরম্যান বলেন, ‘এর মূল কারণ হলো ডলারনির্ভরতা কমানোর চেষ্টা। সে ক্ষেত্রে সোনার বিকল্প নেই বললেই চলে।

ইটিএফ ও খুচরা বিনিয়োগকারীদের চাহিদা

সোনাভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধির কারণে সোনার দাম দ্রুত বাড়ছে। বাজারের ধারণা, যুক্তরাষ্ট্রে সুদের হার আরও কমতে পারে। সুদহার কমলে ব্যাংকে টাকা রেখে আগের মতো লাভ মেলে না। সুদ কমলে যেহেতু বন্ডে বিনিয়োগের মুনাফা কমে যায়, বিনিয়োগকারীরা সহজেই সোনার দিকে ঝুঁকে পড়েন।

গ্যাবেলি গোল্ড ফান্ডের সহব্যবস্থাপক জনাব ক্রিস মানচিনি বলেন, সোনায় সুদ পাওয়া যায় না ঠিক, কিন্তু সুদের হার কমলে এটি আর অসুবিধাজনক মনে হয় না। ফেড যদি ২০২৬ সালে সুদ কমাতে থাকে, তাহলে সোনার চাহিদা আরও বাড়বে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সোনাভিত্তিক ইটিএফে বিনিয়োগ হয়েছে ৮৯ বিলিয়ন ডলার, পরিমাণের হিসাবে ৮০১ টন, যা ২০২০ সালের পর সর্বোচ্চ।

এদিকে বেশি দামের কারণে সোনার গহনার চাহিদা কিছুটা কমেছে। ভারতসহ গুরুত্বপূর্ণ বাজারে সোনার ছোট বার ও কয়েনের চাহিদা বেড়েছে। ইউরোপেও এমন প্রবণতা দেখা যাচ্ছে, যদিও কিছু বিনিয়োগকারী মুনাফা তুলে নিচ্ছেন।

সোনার আকর্ষণ কোথায়

মূল্যবান ধাতুর ব্যবসা করে নিউমিসম্যাটিকা জেনেভেনসিস। এই কোম্পানির বিক্রয় বিভাগের প্রধান জনাব ফ্রেডেরিক পানিজ্জুত্তি বলেন, সোনার বড় আকর্ষণ হলো এর সরলতা। বিনিয়োগের ক্ষেত্রে ব্যালান্স শিট বিশ্লেষণ করতে হয় না; ঋণঝুঁকি বা কোনো দেশের ঝুঁকি নিয়েও ভাবতে হয় না। ভৌত সোনার ক্ষেত্রে একমাত্র ঝুঁকি হলো তার দাম।

পানিজ্জুত্তি বলেন, ভূরাজনীতি ও বৈশ্বিক অর্থনীতি যত জটিল হচ্ছে, এই সরলতার কারণে সোনা আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

সামনে কী হতে পারে

বিশ্লেষকদের মতে, কয়েকটি কারণে সোনার দামে সাময়িকভাবে কিছুটা সংশোধন আসতে পারে। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রে সুদ কমানোর প্রত্যাশা কমে যাওয়া অথবা ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রশমিত হওয়া।

বেশির ভাগ বিশ্লেষক মনে করছেন, দাম কমলেও তা দীর্ঘস্থায়ী হবে না; বিনিয়োগকারীরা সেই পরিস্থিতিকে সোনা কেনার সুযোগ হিসেবেই দেখবেন।

ফিলিপ নিউম্যান বলেন, সোনার দাম দীর্ঘ সময়ের জন্য অনেকটা কমে যাবে, এমন পরিস্থিতি দেখতে হলে ভূঅর্থনীতি ও ভূরাজনীতিতে স্থিতিশীলতা ফিরতে হবে। বর্তমান পরিস্থিতিতে সে রকমটা ঘটার তেমন সম্ভাবনা নেই।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.