নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা অভিযোগ ও প্রচার–প্রচারণা করতে পারছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে, এ বিষয়ে ইসি কি নির্ভার কি না জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আপনারা তো চোখ এবং কান।
এসময় অভিযোগ রির্টানিং অফিসারের নজরে আনেন। কোনো প্রার্থী নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে জানানোর আহ্বান জানান তিনি। কারণ, ইসিতে অভিযোগ করলে সময় বেশি লাগবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.