ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কিনা, আজ সিদ্ধান্ত জানাবে পাকিস্তান

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এই টুর্নামেন্টে পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এর সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই বৈঠকেই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এতে বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার বিষয়ে পুরো পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং এ বিষয়ে তার সুপারিশও তুলে ধরবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বুধবার রাতে পাকিস্তানি খেলোয়াড়দের সাথে দেখা করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়।

আইসিসি ঘোষণার আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন যে, পাকিস্তান এই বিষয়ে বাংলাদেশের পাশে আছে এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান দলকে ভারতে পাঠানো হবে কিনা, সেই সিদ্ধান্ত সরকারই নেবে।

মহসিন নাকভির মনে করেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড মিটিংয়েও এ কথাই বলেছি। আপনারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করতে পারেন না, এক দেশের ক্ষেত্রে যখন খুশি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবেন, আর অন্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নেবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.