অগ্রগতির পথে আরও একধাপ এগিয়ে কনফিডেন্স সিমেন্ট দেশের প্রতিটি জেলায়, প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের নির্মাণ শিল্পে আস্থা, সর্বোচ্চ মান ও নির্ভরতার প্রতীক হিসেবে তাদের দীর্ঘ অগ্রযাত্রায় যুক্ত করেছে আরও একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। দেশব্যাপী প্রতিটি জেলায়, প্রতিটি প্রান্তে পৌঁছানোর অঙ্গীকার নিয়ে আয়োজন করা হয় কনফিডেন্স সিমেন্টের অফিশিয়াল গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রাম।
রবিবার (২৫ জানুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তি ও A-গ্রেড ক্লিংকারের সমন্বয়ে নির্মিত কনফিডেন্স সিমেন্ট দেশজুড়ে প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে নরসিংদী জেলার পলাশে অবস্থিত নতুন ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং প্লান্ট থেকে, যার উৎপাদন সক্ষমতা বছরে ১৮ লক্ষ মেট্রিক টন।
২৩ জানুয়ারি ২০২৬ রাজধানীর শেরাটন হোটেল ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড লঞ্চিং আয়োজনে কনফিডেন্স সিমেন্ট আনুষ্ঠানিকভাবে ডিজিটালাইজেশন ও প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে আগামীর অগ্রগতির এই শুভ সূচনার ঘোষণা দেয়।
প্রায় ৭০০ জনেরও অধিক অতিথির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের চেয়ারম্যান (ইমেরিটাস) প্রকৌশলী রেজাউল করিম, কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ইমরান করিম, ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া, পরিচালক সালমান করিম, পরিচালক মোহাম্মদ খালেদ ইসলাম, পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, চিফ এক্সিকিউটিভ অফিসার জহির উদ্দিন আহমদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নেওয়াজ মোহাম্মদ ইকবাল ইউসুফ, চিফ মার্কেটিং অফিসার নাসির উল আলম সুমন, হেড অব ব্র্যান্ড অ্যান্ড রিসার্চ অনিন্দ্য সরকারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও স্থপতিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, শিল্পপতি, ব্যবসা ও কর্পোরেট জগতের প্রতিনিধিসহ পরিবেশক ও গণমাধ্যম প্রতিনিধিরাও অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রেজেন্টেশন, ভিজ্যুয়াল কনটেন্ট ও বক্তব্যের মাধ্যমে কনফিডেন্স সিমেন্টের যাত্রাপথ, ব্র্যান্ড ফিলোসফি এবং আগামীর ভিশন তুলে ধরা হয়। দেশের প্রথম বেসরকারি সিমেন্ট ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করে কনফিডেন্স সিমেন্ট কীভাবে জাতীয় মেগা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রার অংশ হয়ে উঠেছে, তা তুলে ধরা হয়।
চেয়ারম্যান (ইমেরিটাস) প্রকৌশলী রেজাউল করিম বলেন, ১৯৯৪ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের প্রথম বেসরকারি সিমেন্ট কারখানা স্থাপনের মাধ্যমে শিল্পে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। নরসিংদীর পলাশে দ্বিতীয় আধুনিক প্লান্ট স্থাপনের মাধ্যমে সেই অগ্রযাত্রা আরও একধাপ এগিয়ে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চেয়ারম্যান ইমরান করিম বলেন, কনফিডেন্স সিমেন্ট শুধু একটি ব্র্যান্ড নয়, এটি জাতীয় উন্নয়নের অংশ। আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে দেশজুড়ে আরও বিস্তৃতভাবে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
চিফ এক্সিকিউটিভ অফিসার জহির উদ্দিন আহমদ বলেন, উৎপাদনের পাশাপাশি মান, ধারাবাহিকতা ও নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখাই তাদের লক্ষ্য।
চিফ মার্কেটিং অফিসার নাসির উল আলম সুমন বলেন, কনফিডেন্স সিমেন্ট মানে আস্থা ও দায়বদ্ধতা। গ্র্যান্ড লঞ্চিংয়ের মাধ্যমে গ্রাহক, ডিস্ট্রিবিউটর ও রিটেইল ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার কথা জানান তিনি।
এই গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামের মাধ্যমে কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের নির্মাণ শিল্পে আস্থাভিত্তিক উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.