দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,বিএনপি ক্ষমতায় গেলে দলের কেউ সন্ত্রাসে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। যেকোনও মূল্যে দুর্নীতি প্রতিরোধ করা হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি যতবার ক্ষমতায় ছিল, ততবারই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করেছে। শুধু সমালোচনা করার স্বার্থে সমালোচনা করলে দেশের মানুষের পেট ভরবে না। বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা সরকারে থাকাকালে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছে।

তারেক রহমান বলেন, কৃষক ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। এ সময় তিনি খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা করলে দেশের মানুষের কোনো উপকার হবে না।

চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এখানকার মানুষসহ সারা দেশের জনগণ একটি নিরাপদ পরিবেশ চায়, যেখানে তারা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারবে। একই সঙ্গে তারা চায় তাদের সন্তানরা নিরাপদ পরিবেশে লেখাপড়া করুক।’

শিক্ষাব্যবস্থার পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণের রায়ে আগামী ১২ তারিখ বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে প্রাথমিক শিক্ষাসহ সব স্তরে পরিবর্তন আনা হবে। এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে তরুণ সমাজ শুধু সার্টিফিকেটভিত্তিক শিক্ষা নয়, বরং শিক্ষা শেষে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন করতে পারবে।’

স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি বড় বড় হাসপাতালের প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করতে চায় না। গ্রামাঞ্চলের মানুষ, নারী ও শিশুদের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এজন্য বিএনপি ক্ষমতায় এলে সারা দেশে এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে।’

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ শেষে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে, কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ ও দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। এরপর নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.