চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডের সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের হুঁশিয়ারি এমন এক সময়ে এসেছে, যখন কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি দুই দেশের সম্পর্ক কিছুটা উন্নত হচ্ছিল, তবে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলচেষ্টার পাশাপাশি ন্যাটো নিয়ে করা মন্তব্য কানাডা ও ইউরোপীয় নেতাদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি করেছে।
শনিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, ‘কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে রফতানি করা কানাডার সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’ তিনি কার্নিকে ‘গভর্নর কার্নি’ হিসেবে উল্লেখ করেছেন।
ট্রাম্পের পোস্টে আরো বলা হয়েছে, ‘যদি তিনি মনে করেন কানাডা চীনের জন্য একটি ‘ড্রপ অফ পোর্ট’ হয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাবে, তাহলে তিনি মারাত্মক ভুল করছেন।’ তবে ট্রাম্প শুল্ক কখন আরোপ হবে, তা নির্দিষ্ট করেননি।
কার্নি সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে জানা গেছে, দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে, যার মধ্যে বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত। চুক্তি অনুযায়ী, বেইজিং কানাডা থেকে আনা ক্যানোলা ও অন্যান্য কৃষিপণ্য-এর শুল্ক কমাবে। বিনিময়ে ওটাওয়া ৪৯ হাজার চীনা বৈদ্যুতিক যানবাহন কানাডার বাজারে প্রবেশের অনুমতি দেবে।
চুক্তি ঘোষণার পর কার্নি বলেন, ‘সর্বোত্তম অবস্থায়, কানাডা-চীন সম্পর্ক আমাদের উভয় দেশের জন্য বিশাল সুযোগ তৈরি করেছে।’
গত বছর ট্রাম্প প্রথমবার কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন। সেই থেকে তিনি বারবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম রাজ্য’ হিসেবে উল্লেখ করেছেন এবং কার্নিকে ‘গভর্নর’ বলে উল্লেখ করে দেশের ওপর সম্পূর্ণ অধিগ্রহণের ইঙ্গিত দিয়েছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.