এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান। শুক্র ও শনিবার (২৩–২৪ জানুয়ারি) গাজীপুরের সারাহ রিসোর্টে সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, একেএম দেলওয়ার হুসেন এফসিএমএ এবং মেজর জেনারেল (অব.) শাহেদুল হক। এছাড়াও স্বতন্ত্র পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ। বিজনেস সেশন পরিচালনা করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া। সম্মেলনে ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলনে জানানো হয়, ২০২৫ সাল শেষে এসবিএসি ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৮০০ কোটি টাকা এবং ঋণের পরিমাণ নয় হাজার ৪৪৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন ৮২৪ কোটি টাকা।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান বলেন, ব্যাংকিং খাত গত কয়েক বছরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসবিএসি ব্যাংক এসব সীমাবদ্ধতা মোকাবিলা করে আর্থিক সূচক স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। ব্যাংকে কোনো তারল্য সংকট না থাকায় গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করতে পেরেছেন। দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যাংক টেকসই অগ্রগতি অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পর্ষদের পক্ষ থেকে নীতি ও কৌশলগত পরিকল্পনায় সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। মুনাফার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা ও ব্যাংকিং নিয়মাচার পরিপালনের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে আমানত সুরক্ষা নিশ্চিতে ব্যাংক বদ্ধপরিকর। তিনি কৃষি, এসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার, রেমিট্যান্স আহরণ এবং বৈদেশিক বাণিজ্যে গুরুত্বারোপের আহ্বান জানান। এছাড়া শরিয়াহ যথাযথভাবে পালনের মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবার পরিসর বৃদ্ধির প্রতিশ্রুতি দেন তিনি।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর বলেন, নতুন বছরে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার শক্ত ভিত গড়ে দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি অর্জনে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। রিটেইল ব্যাংকিং ও কার্ড বিজনেসকে মূল ফোকাস রেখে অ্যাসেট কোয়ালিটি উন্নয়নে কাজ করা হবে। তিনি ডিজিটাল ব্যাংকিং সেবার আধুনিকায়ন এবং তরুণ প্রজন্মকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করার কৌশল তুলে ধরেন। তিনি জানান, সারাদেশে ৯০টি শাখা, ৩২টি উপশাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ের ৩৭টি আউটলেটের মাধ্যমে এসবিএসি ব্যাংক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.