কনকনে শীতে কাপছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ-পূর্বাঞ্চলের আর্কটিক থেকে বয়ে আসা হিম শীতের আগ্রাসনে দেশটির তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের অনেক নিচে। তীব্র তুষারঝড়ে এরইমধ্যে বাতিল হয়েছে ৮ হাজারের বেশি ফ্লাইট।
শনিবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল থেকে পূর্ব উপকূল, সবখানেই তীব্র শৈত্যপ্রবাহ। এরইমধ্যে শীতকালীন ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সতর্কতার আওতায় পড়েছে ১৫ কোটির বেশি মানুষ।
ঝড় মোকাবেলার প্রস্তুতি চলছে সবখানেই। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করেছে, তুষারঝড়ের কারণে যাতায়াত করা বিপজ্জনক; বিদ্যুৎ বিভ্রাট এবং প্রাণঘাতী উইন্ড চিল পরিস্থিতি তৈরির শঙ্কাও রয়েছে। বিদ্যুৎ গ্রিডের চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছে জ্বালানি কোম্পানিগুলো। সুপারস্টোর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে সাধারণ মানুষ।
তুলসা ডে সেন্টারের পরিচালক জশ স্যান্ডার্স বলেন, তাপমাত্রা যখন শূন্যের নিচে নামে, তখন প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া মানুষকে নিরাপদ রাখা প্রায় অসম্ভব।
এই পরিস্থিতিতে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা গৃহহীনরা। তাদের সুরক্ষায় জরুরি কার্যক্রম জোরদার করা হয়েছে। মানুষদের আশ্রয়কেন্দ্রে যেতে উৎসাহ দিচ্ছে কর্তৃপক্ষ। খোলা আকাশের নিচে থাকা মানুষদের খুঁজে বের করতে ছুটছেন আউটরিচ কর্মীরা।
ডিপার্টমেন্ট অব হিউম্যান সার্ভিসেসের পরিচালক র্যাচেল পিয়ের বলেন, আমাদের কাছে পর্যাপ্ত আশ্রয় আছে। লক্ষ্য একটাই, কেউ যেন এই ঠান্ডায় ঝুঁকিতে না থাকে। ওয়াশিংটন ডিসিতে প্রস্তুত রাখা হয়েছে প্রায় ১,৭০০টি আশ্রয় বেড। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে একাধিক রাজ্যে। পূর্বাভাস বলছে ডিসি, নিউইয়র্ক ও বোস্টনের কিছু এলাকায় ১২ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.