ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস, ৭জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের পশ্চিম বানদুংয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন ৮২ জন।

শনিবার (২৪ জানুয়ারি) দেশটির বিপর্যয় প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। যেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে সেখানে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল।

সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেছেন, “নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি। আজ আমরা উদ্ধার অভিযান জোরদার করব।”

গত শুক্রবার থেকে জাভা প্রদেশে ব্যাপক ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর।

গত বছর ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। ওই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরেকবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ল তারা—গণমাধ্যম।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.