অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশ ৮ জন, বংশাল থানা দুই জন, শেরেবাংলা নগর থানা চার জন, মুগদা থানা ১৫ জন, রূপনগর থানা ছয় জন ও পল্টন মডেল থানা এলাকায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যাত্রাবাড়ী থানা পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অপরদিকে, বংশাল থানা পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে।
শেরেবাংলা নগর থানা পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। মুগদা থানা পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে। রূপনগর থানা পুলিশ ছয় জনকে ও পল্টন মডেল থানা পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.