রাজধানীর নয়াপল্টন এলাকার একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলটির ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে মিরপুরের একটি বাসা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করে জানান, শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী পবিত্র কুমার বড়ুয়া। ওই স্কুলেই নির্যাতনের ঘটনাটি ঘটে। মামলায় নাম থাকা শারমিন জাহানকে গ্রেপ্তারে পল্টন থানা পুলিশের আরেকটি দল অভিযান চালাচ্ছে।
এর আগে, নয়পল্টনের ওই স্কুলের ভেতরে এক শিশুকে মারধর ও ভয়ভীতি দেখানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা শিশুটিকে নিয়ে একটি অফিসকক্ষে প্রবেশ করেন এক নারী। তিনি প্রথমে শিশুটিকে চড় মারেন। এরপর সেখানে থাকা এক পুরুষকে শিশুটির গলা ও মুখ চেপে ধরতে দেখা যায়। আতঙ্কিত শিশুটি তখন কাঁদছিল এবং ওই নারী তার হাত চেপে রেখেছিল।
পরে রাজধানীর পল্টন থানায় শিশু নির্যাতন আইনে মামলা করেন শিশুটির মা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.