চলতি জানুয়ারি মাসের প্রথম তিন সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৪৩৮ কোটি টাকার বেশি।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, জানুয়ারির প্রথম ২১ দিনে আসা এই রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ৮২ কোটি ৭০ লাখ ডলার বেশি। ২০২৫ সালের জানুয়ারির প্রথম ২১ দিনে দেশে এসেছিল ১৫০ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স। এই ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে, ঈদকে কেন্দ্র করে। এটিই এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সপ্রাপ্ত মাস। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটি ছিল একই অর্থবছরের মে মাসে, যখন রেমিট্যান্স এসেছিল ২৯৭ কোটি ডলার।
তবে ওই রেকর্ড ভেঙে দেয় বিদায়ী বছরের ডিসেম্বর মাস। সে মাসে প্রবাসী আয় আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা টাকায় প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
এর আগের ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.