বিশেষজ্ঞদের বাদ দিয়ে টাস্কফোর্স গঠন কেন অবৈধ নয়: হাইকোর্ট

প্রয়োজনীয় ওষুধের তালিকা প্রণয়ন ও যৌক্তিক মূল্য নির্ধারণে আয়ুর্বেদিকসহ বিভিন্ন শাখার বিশেষজ্ঞদের বাদ দিয়ে ১৮ সদস্যের টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। রুলে স্বাস্থ্য সচিব এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত জানতে চেয়েছেন, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ১৩ ধারা এবং ২০২৪ সালের ১০ নভেম্বর উপদেষ্টা পরিষদের নির্দেশনার পরিপন্থী হওয়া সত্ত্বেও গত ২৪ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষজ্ঞদের বাদ দিয়ে টাস্কফোর্স গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না?একইসঙ্গে টাস্কফোর্সে সব অংশীজনকে অন্তর্ভুক্ত না করার বিষয়টিও কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং আইন ও নির্দেশনা অনুযায়ী কেন সব অংশীজনকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না—সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

প্রয়োজনীয় ওষুধের তালিকা প্রণয়ন ও মূল্য নির্ধারণে সুপারিশ দিতে ১৮ সদস্যের টাস্কফোর্স গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আয়ুর্বেদিক বিশেষজ্ঞ এ কে মাহবুবুর রহমানসহ দুজন গত বছর হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। তার সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম জাগলুল হায়দার আফ্রিক ও সানজিদ রহমান শুভ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.