যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ফাঁকে ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন।
স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে বাহরাইন ও মরক্কোর নেতারাও উপস্থিত ছিলেন। ট্রাম্প ছাড়াও ইতোমধ্যেই আরও ১৯ দেশের নেতারা শান্তি সনদে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরের আগে ট্রাম্প বলেন, “আমরা যা করছি, তা খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যিই এখানে এসে এটি করতে চেয়েছিলাম। এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না।”
তিনি হাসিমুখে কলম হাতে নথিগুলোতে স্বাক্ষর করেন এবং ক্যামেরার সামনে এগুলো তুলে ধরেন। এরপর অন্যান্য বিশ্বনেতারা ধাপে ধাপে শান্তি সনদে স্বাক্ষর করতে থাকেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, “অভিনন্দন, প্রেসিডেন্ট ট্রাম্প। এই সনদ এখন পুরোপুরি কার্যকর হয়েছে। আর শান্তি পর্ষদ এখন একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক সংস্থা।”
এই শান্তি পর্ষদ গাজার যুদ্ধপরবর্তী পুনর্গঠন লক্ষ্য করে গঠিত হলেও পরে লক্ষ্য বিস্তৃত করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাত নিরসনে কাজ করবে। প্রতি দেশের স্থায়ী সদস্য হওয়ার জন্য ১০০ কোটি ডলার অনুদান দিতে হবে।
এখন পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর, তুরস্ক, বেলারুশ, ইসরায়েল, পাকিস্তানসহ প্রায় ৩৫টি দেশ শান্তি পর্ষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য ইতোমধ্যেই জানিয়েছে তারা যোগ দেবে না, রাশিয়া খতিয়ে দেখছে এবং চীন এখনও কোনো মন্তব্য করেনি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.