আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ডটির ইউনিটহোল্ডাররা গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ৩.৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পাবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ডের ইউনিট ছিল, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবেন।

সূত্র অনুসারে, ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত অর্ধবছরে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট শরীয়াহ ফান্ডের প্রতি ইউনিটের বিপরীতে নিট আয় হয়েছে ৩৯ পয়সা। এ সময়ে ইউনিট প্রতি ক্যাশফ্লো ছিল ৩৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৮১ পয়সা।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.