ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশজুড়ে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। প্রচারণার প্রথম দিনেই যে-কোনও ধরনের বিশৃঙ্খলা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে বিজিবি সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবির বার্তায় জানানো হয়, নির্বাচনি প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিরপুর এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া এই প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় গণভোটও অনুষ্ঠিত হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.