ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্থ গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ৭টি মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্রগুলো হলো কাতার, তুরস্ক, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এই আগ্রহ প্রকাশ করেছে ৭ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, “এই সাত দেশের সরকার যৌথভাবে গাজা বোর্ড অব পিসে যোগদানের ইচ্ছা প্রকাশ করছে। প্রতিটি দেশ তাদের নিজ নিজ প্রাসঙ্গিক আইনি ও অন্যান্য প্রয়োজনীয় নীতি অনুসারে যোগদানের নথিতে স্বাক্ষর করবে। ইতোমধ্যে মিসর, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত গাজা বোর্ড অব পিসে যোগ দিয়েছে।”
গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে থামাতে গত ২৯ সেপ্টেম্বর ২০টি পয়েন্ট সম্বলিত যে শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেখানে গাজায় একটি টেকনোক্র্যাট সরকার এবং ‘গাজা বোর্ড অব পিস’ গঠনের বিষয়ে উল্লেখ ছিল।
এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছিল, যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠিত হবে এবং এই সরকার পরিচালিত হবে ‘গাজা বোর্ড অব পিস’-এর নির্দেশনা অনুসারে। পরিকল্পনায় আরও বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ গাজা বোর্ড অব পিসের সদস্যপদ পাবে এবং টেকনোক্র্যাট সরকারকে নির্দেশনা প্রদানের পাশাপাশি গাজার পুনর্গঠনের জন্য তহবিলের জোগাড় ও সেই তহবিলের ব্যয়ের ব্যাপারটিও দেখভাল করবে গাজা বোর্ড অব পিস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশকে গাজা বোর্ড অব পিসে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পাকিস্তান ও এই ৭ মুসলিম রাষ্ট্রের বাইরে হাঙ্গেরি, মরক্কো, কাজাখস্তান, আর্জেন্টিনা সেই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে। গণমাধ্যম।
অির্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.