ভারতে খেলবে কি না, আজই সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যাবে কি না সে ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্ত জানানোর সময় শেষ হচ্ছে আজ। আইসিসির এর জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল।

বুধবার বোর্ড সভায় ভোট শেষে আইসিসি জানায়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বাংলাদেশ না যেতে চাইলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে এক দিন সময় চেয়ে নেয়। বিসিবির অবস্থানের ওপরই নির্ভর করবে বাংলাদেশের বিশ্বকাপে খেলা।

এদিকে আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.