মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা

প্রতিবাদের মুখে একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের আমানতকারীদের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২১ জানুয়ারি) রাতে পাঁচ ব্যাংকের প্রশাসক বরাবর চিঠি দিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, এসব ব্যাংক মুদারাবা সেভিংস ও মেয়াদি আমানত হিসাবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৪ শতাংশ হারে অস্থায়ী (প্রভিশনাল) মুনাফা দেবে।

পৃথকভাবে পাঁচটি ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই সংশোধিত সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত ও মেয়াদি আমানতের ক্ষেত্রে এই মুনাফা কার্যকর হবে। অন্য আমানতকারীরা মুনাফা পাবেন না।

বাংলাদেশ ব্যাংক বলেছে, মুনাফা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চলতি বছর থেকে বাজারভিত্তিক মুনাফা দেওয়া হবে। ব্যাংকটি সর্বোচ্চ ১০ শতাংশ মুনাফার হার ঘোষণা করেছে।

এর আগে গত ১৫ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক বলেছিল, লোকসান হওয়ায় এসব ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য কোনো মুনাফা দেওয়া হবে না। এতে আমানতকারীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন এবং কিছু শাখার ব্যাংকিং কার্যক্রমও ব্যাহত হয়।

এই ব্যাংকগুলো একীভূত হয়ে নতুন রাষ্ট্রায়ত্ত সাম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হয়। পূর্ণাঙ্ক রাষ্ট্রায়ত্ব এ ব্যাংকের ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.