রাজধানীতে গ্রেফতার আরও ৪৬

ডেভিল হান্ট ফেজ-২

রাজধানী ঢাকায় অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২১ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স দফতরের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার মুগদা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেফতার করে। যাত্রাবাড়ী থানা পুলিশ দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১২ জন, কলাবাগান থানা এলাকা থেকে দুই জন, শেরেবাংলা নগর থানা এলাকা থেকে চার জন, রূপনগর থানা এলাকা থেকে ছয় জন এবং ডেমরা থানা এলাকা থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.