দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও সোনার দামে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বাজুস এ সিদ্ধান্তের কথা জানায়। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বাড়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দর আগামীকাল বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।
এর আগে মঙ্গলবার থেকেই ভরিপ্রতি ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে সোনার দাম নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা আজ মঙ্গলবার পর্যন্ত কার্যকর ছিল। এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়িয়ে নতুন রেকর্ড গড়া হলো।
নতুন মূল্য অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি হবে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, ২১ ক্যারেট সোনা ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
আজ মঙ্গলবার পর্যন্ত এসব দামের হার ছিল যথাক্রমে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা। নতুন করে দাম বাড়ছে ভরিপ্রতি ২২ ক্যারেটে ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটে ৪ হাজার ৩১৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৩ হাজার ৬৭৪ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। আজ পর্যন্ত ২২ ক্যারেটের রুপার দাম ছিল ভরিপ্রতি ৬ হাজার ২৪০ টাকা। বুধবার থেকে তা ৩৫০ টাকা বেড়ে দাঁড়াবে ৬ হাজার ৫৯০ টাকা।
এ ছাড়া নতুন দরে ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ভরিপ্রতি ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকা দরে।
বারবার দাম বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়লেও বাজুস বলছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সমন্বয় করা হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.