বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে জরিমানা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের নির্দিষ্ট এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ করে জারি করা বিধিনিষেধ আগামী ২৫ জানুয়ারি ২০২৬ থেকে কঠোরভাবে প্রয়োগ করা হবে।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দর এলাকা ও এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত) সড়ককে গত বছরের সেপ্টেম্বর থেকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও এর অন্তর্ভুক্ত। এই নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড হতে পারে।

ডিএমপি জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর এলাকায়, বিশেষ করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের রাস্তা ও পার্কিং এলাকায় এই আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা (অর্থদণ্ড) কার্যকর করবে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

সেপ্টেম্বরে নীরব এলাকা ঘোষণা করা হলেও এখন কেন তা বাস্তবায়নের ডাক দেওয়া হচ্ছে, জানতে চাইলে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আগামী ২৫ জানুয়ারি থেকে এই আইন কঠোরভাবে প্রয়োগ করবে পুলিশ। আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হবে।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.