ইস্টার্ন ব্যাংক (ইবিএল) আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ (এএসবি) এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে দক্ষ ডিমেনশিয়া কেয়ারগিভার তৈরির লক্ষ্যে একটি বৃত্তি কর্মসূচি চালু করেছে। ইবিএলের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) কর্মসূচির আওতায় এ উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি ইবিএলের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে ইবিএল কোম্পানি সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন এফসিএস, আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. আজিজুল হকের কাছে বৃত্তির চেক হস্তান্তর করেন।
চুক্তির আওতায় ২০ জন সুবিধাবঞ্চিত ও মেধাবী তরুণ-তরুণী ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি (ঘঝউঅ) অনুমোদিত “ডিমেনশিয়া কেয়ার (লেভেল-৩)” কোর্সে সম্পূর্ণ বৃত্তির মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পাবেন। ছয় মাসব্যাপী এই কোর্সে মোট ৩৬০ ঘণ্টার পেশাদার প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে, যার লক্ষ্য হলো দক্ষ ও হোম-বেইজড ডিমেনশিয়া কেয়ারগিভার তৈরি করা।
বাংলাদেশে ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা ২০২০ সালে যেখানে ছিল প্রায় ১১ লাখ, তা ২০৪১ সালে বেড়ে ২৪ লাখে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রশিক্ষিত কেয়ারগিভারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের পাশাপাশি সুবিধাবঞ্চিত যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ইবিএল কোম্পানি সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন এফসিএস বলেন, এই কর্মসূচির মাধ্যমে দক্ষতা উন্নয়নে আর্থিক প্রতিবন্ধকতা দূর করে যুবসমাজকে ক্ষমতায়ন এবং দেশের স্বাস্থ্যখাতের মানবসম্পদকে শক্তিশালী করা হবে। আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বলেন, ইবিএলের এই সহায়তা ডিমেনশিয়া রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইস্টার্ন ব্যাংক আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ (এএসবি)-এর সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে দক্ষ ডিমেনশিয়া কেয়ারগিভার তৈরির লক্ষ্যে একটি বৃত্তি কর্মসূচি চালু করেছে। সম্প্রতি ইবিএলের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। ইবিএল কোম্পানি সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন এফসিএস, আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. আজিজুল হকের কাছে বৃত্তির চেক হস্তান্তর করেন। চুক্তির আওতায় ২০ জন সুবিধাবঞ্চিত যুবক-যুবতী এনএসডিএ অনুমোদিত “ডিমেনশিয়া কেয়ার (লেভেল-৩)” কোর্সে সম্পূর্ণ বৃত্তির মাধ্যমে অংশগ্রহণ করবেন। ছয় মাসব্যাপী ৩৬০ ঘণ্টার এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষ হোম-বেইজড ডিমেনশিয়া কেয়ারগিভার তৈরি করা হবে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.