দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া ঘটনায় সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে অনির্দিষ্টকালের বন্ধ করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।
সোমবার (১৯ জানুয়ারি) এক নোটিশে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধের এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বিদ্যমান পরিস্থিতি নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুকূলে নয়। বিষয়টি সমাধানের জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সকল ক্লাস পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
প্রসঙ্গত, ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়টির বেসিক সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক (সমাজবিজ্ঞান) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক লায়েকা বশীর এবং আওয়ামী লীগের ‘সফট দোসর’ ট্যাগে একই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এ এস এম মোহসীনকে চাপের মুখে অব্যাহতি দেওয়া হয়। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.