প্রতিবছরের ন্যায় এ বছরও দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে অরবিন্দু শিশু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খায়রুল আনামের পুত্র ও এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ জাকির আনাম। এ সময় অত্র এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাকির আনাম বলেন, আমাদের পাঁচ ভাই-বোনের সম্মিলিত প্রচেষ্টায় বাবা খায়রুল আনাম ও মা জাহানারা বেগমের নামে এই ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। তাঁরা জীবদ্দশায় সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তাঁদের সেই মানবিক আদর্শ ও মূল্যবোধকে ধারণ করেই ট্রাস্টটি মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। গত দুই বছর ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.