‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের

অধিকৃত গাজা উপত্যকার পুনর্গঠন ও অস্থায়ী শাসনব্যবস্থা তদারকির জন্য গঠিত ট্রাম্প প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিনও ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার একটি আমন্ত্রণ পেয়েছেন।

পেসকভ জানান, আমন্ত্রণটি বর্তমানে পর্যালোচনা করছে ক্রেমলিন। সেই সঙ্গে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বিস্তারিত তথ্য পাওয়ার আশা করছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের গাজা পুনর্গঠন ও নিরস্ত্রীকরণ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে এ বোর্ড গঠনের কথা বলা হচ্ছে। এতে জাতিসংঘের সমর্থন রয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে টানা দুই বছরের সংঘাতে বিধ্বস্ত গাজাকে পুনর্গঠনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প এই কমিটিকে এখন পর্যন্ত গঠিত সবচেয়ে মহান ও মর্যাদাপূর্ণ বোর্ড হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প নিজেই বোর্ডটির সভাপতির দায়িত্ব পালন করবেন। প্রস্তাবিত এ বোর্ডে আরও যাঁদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন—যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকেও এ বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.