দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে বিপিও (BPO) ও আউটসোর্সিং খাতে কর্মসংস্থানমুখী দক্ষ মানবসম্পদ তৈরিতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। চুক্তিতে SICIP প্রকল্পের পক্ষে স্বাক্ষর করেন মোহাম্মদ ওয়ালিদ হোসেন, অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক এবং বাক্কোর পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি তানভীর ইব্রাহীম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে SICIP প্রকল্পের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মায়েনুল হাসান (যুগ্ম সচিব, ডিইপিডি, ফান্ড ম্যানেজমেন্ট), ভূঁইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিক (উপসচিব, এইপিডি, প্রোগ্রাম ম্যানেজমেন্ট)সহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বাক্কোর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফয়সল আলিম, সহসভাপতি মো. তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মো. আমিনুল হক, পরিচালক সায়মা শওকত এবং বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লে. কর্নেল (অব.) মো. মাহতাবুল হক, পিএসসি।
চুক্তি অনুযায়ী, প্রকল্পটির কার্যক্রম ২০২৮ সাল পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে দেশব্যাপী ১৫টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ১০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে কমপক্ষে ৬৫ শতাংশের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষভাবে এই উদ্যোগে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং মোট প্রশিক্ষণার্থীর ন্যূনতম ৩০ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
প্রকল্পের আওতায় মোট ৮টি বিশেষায়িত ও বাজারমুখী কোর্স পরিচালিত হবে, যা অংশগ্রহণকারীদের আধুনিক ও কর্মসংস্থানযোগ্য দক্ষতা অর্জনে সহায়তা করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অংশীদারিত্ব শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি যুবসমাজের কর্মসংস্থান সক্ষমতা বাড়াবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.