এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ উপ-কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক লিয়াঁজু উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির প্রধান করা হয়েছে আকরাম হোসাইনকে। আর সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত।

রবিবার (১৮ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নির্বাচনি কার্যক্রমে গতিশীলতা আনতে কাজ করবে এ উপ-কমিটি।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন, সাকিব মাহদী, এম এম শোয়েব, তুহিন মাহমুদ, তাজুল ইসলাম শামীম, আবুর্জ্জকিত ফয়সাল আহমেদ, ফেরদৌস আইয়াম (রাইয়ান), আশরেফা খাতুন ও নাফসিন মেহেনাজ আজিরিন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.