‘বিকাশ রেমিটেন্সে ঘর ভর্তি উপহার’ ক্যাম্পেইনে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘টাচ এন গো’ এর মাধ্যমে বিকাশ-এ পাঠানো সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণের ভিত্তিতে বিজয়ী হয়েছেন ৬৩ জন প্রবাসীর স্বজন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি বিকাশ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতি মাসের বিজয়ীদের জন্য ভিন্ন আয়োজনে মোট তিন ধাপে পুরস্কারের কুপন তুলে দেওয়া হয়। বিকাশ থেকে পেমেন্ট করে কুপনের অর্থে বিজয়ী তাঁর নিকটস্থ মিনিস্টার শোরুম থেকে পছন্দের পণ্য সংগ্রহ করার সুযোগ পেয়েছেন।
প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখায় উৎসাহিত করতে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই ক্যাম্পেইন আয়োজন করে টাচ এন গো, মিনিস্টার ও বিকাশ। ক্যাম্পেইনের ব্যাংকিং পার্টনার ছিল ইস্টার্ন ব্যাংক। ক্যাম্পেইন চলাকালীন মাসিক সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী পেয়েছেন ১,৫০,০০০ টাকার মিনিস্টার পণ্যের কুপন। পাশাপাশি প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী পেয়েছেন ২৫ হাজার থেকে ৫ হাজার টাকার মিনিস্টার পণ্যের কুপন।
বর্তমানে ১৭০টিরও বেশি দেশ থেকে ১৩৫টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এর মাধ্যমে প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে যতবার প্রয়োজন ততবার রেমিটেন্স পাঠাতে পারছেন। সেই রেমিটেন্স ২৭টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে প্রতি হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ নিমেষেই পৌঁছে যাচ্ছে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিক, সহজ, যেকোনো অংকের রেমিটেন্স পাঠানো, রেমিটেন্স স্টেটমেন্ট তোলার সুযোগসহ নানা সুবিধার কারণে বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠানোর সেবা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.