চলতি জানুয়ারির প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৭০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২০ হাজার ৭৭৬ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল বুধবার প্রবাসী আয় এসেছে এক হাজার ৩৭৮ কোটি ৬০ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের জানুয়ারি প্রথম ১৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১০০ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬৯ দশমিক ৮০ শতাংশ।
অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৭৯৬ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই প্রবাসী আয় এসেছিল এক হাজার ৪৭৮ কোটি ডলার।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.