বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে ইনডেক্স এগ্রো ও মতিন স্পিনিং

গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানি দুটি হচ্ছে- ইনডেক্স এগ্রো এবং মতিন স্পিনিং মিলস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি দুটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস এবং বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ইনডেক্স এগ্রো ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এরমধ্যে ১২ শতাংশ নগদ এবং বাকি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর সমাপ্ত সময়ে মতিন স্পিনিং ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.