জানুয়ারির প্রথম ১৩ দিনে প্রবাসী আয় এসেছে ১,৫৯৮ কোটি টাকা

চলতি জানুয়ারির প্রথম ১৩ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৫৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৯ হাজার ৪১০ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল মঙ্গলবার প্রবাসী আয় এসেছে এক হাজার ৫৯৮ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান জানান, গত বছরের জানুয়ারি প্রথম ১৩ দিনে প্রবাসী আয় এসেছিল ৯২ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের এ সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৭১ দশমিক ৮০ শতাংশ।

অন্যদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৭৮৫ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত এই প্রবাসী আয় এসেছিল এক হাজার ৪৭০ কোটি ৩০ লাখ ডলার।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.