দুদকের বিশেষ ১৫টি দল গঠন

দুর্নীতি দমন কমিশন (দুদক) চলমান তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন ও গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি গতিশীল করতে ১৫টি বিশেষ তদন্ত দল গঠন করেছে। প্রতি দলে একজন করে উপপরিচালক (ডেপুটি ডিরেক্টর) নেতৃত্ব দেবেন এবং পাঁচজন সদস্য থাকবেন। ফলে এই উদ্যোগের আওতায় মোট ৭৫ জন সহকারী ও উপ-সহকারী কর্মকর্তা যুক্ত হবেন।

সোমবার দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক নাজমুল হাসান স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশেষ তদন্ত দলগুলো চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করেছে।

বিশেষ তদন্ত দলের নেতৃত্বে যেসব উপপরিচালক নিয়োগ পেয়েছেন তারা হলেন—হাফিজুল ইসলাম, রাশেদুল ইসলাম, আতিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মশিউর রহমান, আল আমিন, রউফ-উল ইসলাম, তাহসিন মুনাবিল হক, মো. নিয়ামুল আহসান গাজী, মোহাম্মদ জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হোসেন, এ কে এম মাহবুবুর রহমান, তানজির হাসিব সরকার ও সিফাত উদ্দিন।

কার্যপরিকল্পনা অনুযায়ী, প্রতিটি দলের সদস্যরা সংশ্লিষ্ট দুদক উইংয়ের অধীনেই কাজ করবেন।

দুদকের সব চলমান তদন্ত এই বিশেষ দলগুলোর আওতায় আনা হবে। তবে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ মামলাগুলো বিশেষ দলের বাইরে থাকা দুদক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

চিঠিতে আরও বলা হয়, দুদকের মহাপরিচালক বা পরিচালক সার্বিকভাবে তদন্ত কার্যক্রম তদারকি করবেন। পৃথকভাবে কোনো তদন্ত একজন সদস্যের কাছে আলাদাভাবে ন্যস্ত করা হবে না।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.