ভারতের তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থায় কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালানোর সময়ে যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে গিয়ে কিছু নথিপত্র নিয়ে এসেছিলেন, সেই ঘটনায় এবার ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে।
দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত বিভাগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি জানিয়েছিল যে, মমতা ব্যানার্জী ওই তল্লাশির সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ সরিয়ে নিয়ে গেছেন। মুখ্যমন্ত্রীও সংবাদ মাধ্যমকে সেরকমই জানিয়েছিলেন।
এর আগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল ইডি। আবার ইডির বিরুদ্ধেও মমতা ব্যানার্জীর দল মামলা দায়ের করেছে। এবারে সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় এজেন্সিটি।
রাজ্য সরকার শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে জানিয়ে রেখেছে যাতে তাদের পক্ষে না শুনে একতরফা রায় না দেওয়া হয়।
ভারতের আইন আদালত সংক্রান্ত খবরাখবরের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ জানিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শীর্ষ আদালতের কাছে আবেদন করেছে যাতে তদন্তে বাধা দেওয়ার কারণে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেয় আদালত।
তারা কলকাতা হাইকোর্টের কাছেও একই আবেদন জানিয়েছিল। পাশাপাশি তারা হাইকোর্টের কাছে আবেদন করেছিল যাতে ওই পরামর্শদাতা সংস্থা ‘আই-প্যাক’-এর মালিক প্রতীক জৈনের বাড়ি এবং দফতর থেকে যেসব নথি ও বৈদ্যুতিন প্রমাণ মমতা ব্যানার্জী নিয়ে গিয়েছিলেন, সেগুলোও যেন তিনি ফেরত দেন।
কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা দুটি ১৪ জানুয়ারি শুনানি হবে।
গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের মালিক প্রতীক জৈনের বাড়ি ও দফতরে তল্লাশি শুরু করে ইডি। কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছিল, কয়েক বছরের পুরোনো কয়লা এবং অর্থ পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তে আইপ্যাকের সংশ্লিষ্টতা পেয়েছে তারা। সেজন্যই তল্লাশি চলছিল।
হঠাৎ জৈনের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ পরে তিনি সঙ্গে একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন। তিনি নিজেই দাবি করেছিলেন যে তার দলের নির্বাচনী কৌশল সংক্রান্ত কিছু নথি এবং হার্ডডিস্ক নিয়ে এসেছেন তিনি। এরপরে সংস্থাটির দফতরে তল্লাশি চলাকালীন প্রায় চার ঘণ্টা ভেতরে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেও অনেক ফাইল নিয়ে এসে তার গাড়িতে তোলা হয়েছিল সংবাদ মাধ্যমের সামনেই।
পরের দিন মমতা এক জনসভায় দাবি করেছিলেন যে তিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসাবে যা করেছেন, ঠিক কাজ করেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.