সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ জানুয়ারি) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩২ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪৩ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৮ টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫ টি কোম্পানির শেয়ারদর।
  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.