ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে ইরানে চলা দুই সপ্তাহের বিক্ষোভ-সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে এই দাবি করা হয়েছে। এদিকে দেশটির সংসদের স্পিকার সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানে মার্কিন সামরিক বাহিনী হামলা চালালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত হানবে তেহরান।
রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসফাহান প্রদেশে সহিংসতায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন। এছাড়া দেশটির আইনপ্রয়োগকারী সংস্থার বিশেষ ইউনিটের কমান্ডার বলেছেন, দেশের বিভিন্ন শহরে দাঙ্গা দমন অভিযান পরিচালনার সময় বৃহস্পতিবার ও শুক্রবার নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর অন্তত ১০৮ সদস্য নিহত হয়েছেন। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার ঘটনায় সংস্থাটির একজন কর্মীর প্রাণহানি ঘটেছে।
গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় এই বিক্ষোভ দমনে কর্তৃপক্ষ তৎপরতা জোরদার করার মধ্যেই হতাহতের এসব তথ্য প্রকাশ করা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির জেরে দেশটির হাজার হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করছেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘দাঙ্গা’ ধীরে ধীরে কমে আসছে। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল সতর্ক করে দিয়ে বলেছেন, অস্থিতিশীলতার সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ডও হতে পারে।
ট্রাম্পের হুমকি
বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানে সামরিক হামলা চালানো হতে পারে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক দিন ধরে হুমকি দিয়ে আসছেন। তার এই হুমকির জবাবে রোববার ইরানের সংসদে দেওয়া বক্তৃতায় স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব না করার বিষয়ে সতর্ক করেন।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক এই কমান্ডার বলেন, ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ও জাহাজ বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
তেহরান থেকে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ অধিবেশন চলাকালীন কয়েকজন আইনপ্রণেতা ডায়াসের দিকে ছুটে গিয়ে ‘আমেরিকার মৃত্যু’ স্লোগান দেন।
বিক্ষোভে নিহত ১৯২, দাবি আইএইচআরের
অপরদিকে, গত দুই সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইরানে অন্তত ১৯২ জন নিহত হয়েছেন বলে রোববার দাবি করেছে নরওয়ে-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। এক হালনাগাদ প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, চলমান এই সংঘাতে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ।
আইএইচআর বলেছে, ইরানের ক্ষমতাসীন সরকার ও অর্থনৈতিক চাপের বিরুদ্ধে টানা দুই সপ্তাহের বিক্ষোভে নিহতের সংখ্যা আগের হিসাবের তুলনায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
বাইরের শক্তির সমর্থনে বিভিন্ন গোষ্ঠী দেশের ভেতরে দাঙ্গা চালিয়ে যাচ্ছে অভিযোগ তুলে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের আইনশৃঙ্খলাবাহিনী। রোববার কয়েকশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরানের জাতীয় পুলিশ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.