দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকা চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জালাল উদ্দিন ও তার স্বার্থসংশ্লিষ্টদের ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, জালাল উদ্দিনের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে বিপুল অর্থ উপার্জন করে নিজের ও স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধতা প্রদানের চেষ্টা করার অভিযোগ রয়েছে। এছাড়া বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করার অভিযোগটিও বর্তমানে অনুসন্ধানাধীন।
অনুসন্ধানকালে জালাল উদ্দিন ও তার ঘনিষ্ঠদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। দুদক আশঙ্কা প্রকাশ করেছে যে, যেকোনো সময় এই অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা অন্যত্র সরিয়ে ফেলা হতে পারে। এই শঙ্কা থেকেই ৫টি ব্যাংক হিসাব জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেয়।
এর আগে গত ২২ ডিসেম্বর একই অভিযোগের ভিত্তিতে জালাল উদ্দিন, তার স্ত্রী ও তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ রয়েছে, তিনি পরিবারসহ দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন।
উল্লেখ্য, জালাল উদ্দিন বর্তমানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.