ব্র্যাক ইপিএল চালু করল “জেনে বুঝে বিনিয়োগ”

ব্র্যাক ই-পিএল স্টক ব্রোকারেজ চালু করল প্রথমবারের বিনিয়োগকারীদের জন্য ফ্রি ভিডিও শিক্ষামূলক প্রোগ্রাম “জেনে বুঝে বিনিয়োগ”,।

বলেন, বুদ্ধিমান মানুষ সঞ্চয় করে, কিন্তু আরও বুদ্ধিমান মানুষ বিনিয়োগ করে।

আপনি যদি শেয়ার বাজারে একদম নতুন হন এবং শেয়ার কী বা কীভাবে বিনিয়োগ শুরু করবেন তা না জানেন, তবে BRAC EPL Stock Brokerage-এর “জেনে বুঝে বিনিয়োগ” প্রোগ্রাম সবার জন্য ফ্রি।

যেকোনো বয়সের প্রথমবারের বিনিয়োগকারীদের জন্য এই প্রোগ্রামটি বিনিয়োগের বেসিক সহজ, বাস্তবধর্মী এবং সহজবোধ্যভাবে ব্যাখ্যা করবে—সম্পূর্ণ বিনামূল্যে।

এপিসোডগুলো দেখুন ব্র্যাক ই-পিএল স্টক ব্রোকারেজ-এর সোশ্যাল মিডিয়া চ্যানেল ও YouTube-এ, অথবা আগ্রহী হলে আমাদের হটলাইন 16285-এ কল করুন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.