ইরানে সামরিক হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছে যুক্তরাষ্ট্র

ইরানে সম্ভাব্য সামরিক হামলা চালানো নিয়ে প্রাথমিক আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শনিবার (১০ জানুয়ারি) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা করা হলে হামলা চালানো হবে- এমন হুমকি ট্রাম্প একাধিকবার দিয়েছেন। সেই হুমকির প্রেক্ষিতেই ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে আলোচনা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, বৈঠকে ইরানের কোন কোন স্থাপনায় হামলা চালানো হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের সেনাবাহিনীর অবকাঠামোতে ব্যাপক আকারে বিমান হামলার বিষয়টি গুরুত্ব পায়।

তবে বর্তমানে ইরানে হামলার কোনো তাৎক্ষণিক নির্দেশক পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, এখন পর্যন্ত কোনো সামরিক সরঞ্জাম মোতায়েন বা সেনা চলাচলের মতো প্রস্তুতিমূলক পদক্ষেপও দেখা যায়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.