কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির তুরনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ইলিয়াটগঞ্জ হাইয়ে থানার উপ-পরিদর্শক মো. ফজলুর রহমান বলেন, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসও বাসটির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় দুইজন বাসের যাত্রী নিহত হয়েছেন।তাদের পরিচয় এখনও মেলেনি। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.