চেচেন নেতা প্রেসিডেন্ট রমজান কাদিরভকেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো করে তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৭ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানান তিনি।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কৌতুক করে বলেন, মাদুরোর পর যদি চেচেন নেতা রমজান কাদিরভের একই রকম ফল হয়, তাহলে তা যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে।’
সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়ার ওপর আরও চাপ দেওয়া। তাদের হাতিয়ার আছে, তারা জানে কীভাবে করতে হয় এবং সত্যিই যখন তারা চাইবে, তখন তারা একটি উপায় খুঁজে পেতে পারে।
মাদুরো কাণ্ডের উদাহরণ টেনে জেলেনস্কি বলেন, এখানে মাদুরোর উদাহরণ আছে। তারা একটি অভিযান করেছিল এবং পুরো বিশ্ব ফল দেখেছে। তারা দ্রুত এটি করেছে। এবার তারা ‘খুনি’ কাদিরভের বিরুদ্ধে অভিযান চালাক। হয়তো তখন পুতিন তা দেখবে এবং ইউক্রেনে শান্তি স্থাপনের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাববে।
এদিকে, জেলেনস্কির এই মন্তব্যের জবাব দিতে দেরি করেননি প্রেসিডেন্ট রমজান কাদিরভ। নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ওই ভাঁড় লোকটি মার্কিন সরকারকে পরামর্শ দিচ্ছে যেন তারা আমাকে অপহরণ করে। তিনি নিজে এই হুমকি দেননি। জেলেনস্কি আসলে বলতে চাইছে, এমন কিছু হলে তিনি দূর থেকে দাঁড়িয়ে তা উপভোগ করবেন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমর্থক রমজান কাদিরভ ২০০৭ সাল থেকে রাশিয়ার মুসলিম অধ্যুষিত চেচেন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরও অন্যতম শীর্ষ কমান্ডার তিনি। কাদিরভ নিজেকে প্রায়ই ‘পুতিনের যোগ্য সৈনিক’ হিসেবে উল্লেখ করেন। তাঁর শাসনামলে চেচনিয়া বিশ্বে একটি বিপজ্জনক অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দুই দফা চেচনিয়াকে রুশ ফেডারেশন থেকে বের করে নেওয়ার চেষ্টা করে স্থানীয় বিচ্ছিন্নতাবাদীরা। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয় মস্কো। বিচ্ছিন্নতাবাদীদের দমনে রুশ ও চেচেন বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যেখানে উভয় পক্ষের বহু যোদ্ধা হতাহত হন এবং ওই যুদ্ধে কাদিরভ রুশ বাহিনীর পক্ষে অবস্থান নেন।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে কাদিরভ ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।
জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ। বিশেষ করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বিতর্কিত সামরিক অভিযান এবং রাশিয়ার ইউক্রেন যুদ্ধ বন্ধে অনীহার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.