আজ দেশের আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। হাড় কাঁপানো শীত, দিনভর সূর্যের দেখা নেই, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সোমবার ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই আবহাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা বাগান ও হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষ। বিশেষ করে চা-শ্রমিক, কৃষক, দিনমজুর ও হাওরপারের বাসিন্দারা। অনেকে পাতলা কাপড় গায়ে জড়িয়ে ভোরে রওনা দিচ্ছেন কাজে, কেউবা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলার ৯২টি চা-বাগানের শিশুরা কাঁপছে ঠান্ডায়, বয়স্করা ভুগছেন শীতজনিত রোগে। এখনও অনেক পরিবার পায়নি পর্যাপ্ত শীতবস্ত্র। শীত উপেক্ষা করে প্রতিদিন ভোরেই কাজে নামতে হচ্ছে তাদের।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন ধরে শ্রীমঙ্গলে তাপমাত্রা উঠানামা করছে। মৃদু শৈতপ্রবাহ ও কুয়াশার কারণে দিনের বেলা রোদ না থাকায় শীতের তীব্রতা বাড়ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.