ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিপণন ব্যবস্থার নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিপণন ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ অনির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। সম্প্রতি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দেওয়া এক ব্রিফিংয়ে এমন ঘোষণা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।

তিনি জানান, ভেনেজুয়েলার তেল খাতে অস্থিতিশীলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল শিল্প যেন বিশৃঙ্খলার মধ্যে না পড়ে, সে লক্ষ্যেই যুক্তরাষ্ট্র সরাসরি এ খাতের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নিচ্ছে। তেল উত্তোলন, বিপণন ও নীতিনির্ধারণ-সবকিছুই আপাতত যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

তিনি আরও জানান, ভেনেজুয়েলার তেল খাতকে পুনর্গঠন করার একটি বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে ওয়াশিংটন। এই উদ্যোগকে সংস্কার প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করে রুবিও বলেন, এ পর্যায়ে শুধুমাত্র মার্কিন সরকার এবং তাদের অনুমোদিত প্রতিষ্ঠানগুলোই ভেনেজুয়েলার তেল খাতে কাজ করার সুযোগ পাবে।

সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে দ্বিতীয় ধাপ শুরু হবে বলে জানান তিনি। ওই পর্যায়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশের কোম্পানিগুলোকে ন্যায্য শর্তে ভেনেজুয়েলার তেল বাজারে প্রবেশের সুযোগ দেওয়া হবে বলেও মন্তব্য করেন মার্কো রুবিও।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.