স্টার্ট-আপ পুনঃঅর্থায়ন তহবিল বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ও এনসিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

স্টার্ট-আপ খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত পুনঃঅর্থায়ন তহবিল থেকে গ্রহণযোগ্য স্টার্ট-আপ উদ্যোক্তাদের মধ্যে এনসিসি ব্যাংক ঋণ বিতরণ করতে পারবে। এই তহবিলের মূল লক্ষ্য হলো দেশব্যাপী নতুন, প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও সম্প্রসারণযোগ্য উদ্যোক্তা তৈরীতে সহায়তা প্রদান করা।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এর উপস্থিতিতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং এসভিপি ও এসএমই বিভাগের প্রধান শরীফ মোহাম্মদ মহসীনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তিটি স্টার্ট-আপ ব্যবসা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সক্রীয় উদ্যোগ গ্রহণের প্রতিফলন, যা সরকারের উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল উদ্ভাবন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে লক্ষ্য অর্জনে কার্যকরভাবে অংশগ্রহণের একটি সময়োপযোগী পদক্ষেপ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.