দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ জানুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক পিএলসির।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪০ পয়সা বা ৭ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এসবিএসি ব্যাংকের দর বেড়েছে ৪ দশমিক ৮৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, রূপালী ব্যাংক, আরএকে সিরামিক, লাভেলো আইসক্রিম, জিকিউ বলপেন, সমতা লেদার এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

 

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.