খালেদা জিয়া বাজারভিত্তিক ও উদ্যোক্তাবান্ধব অর্থনীতির ভিত্তি গড়ে দিয়েছেন: ব্যবসায়ী নেতারা

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থায়ী ছাপ রেখে গেছেন বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। তাঁরা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে বাজারভিত্তিক অর্থনীতি এগিয়ে যায় এবং বেসরকারি খাতনির্ভর উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে।

ব্যবসায়ী নেতাদের মতে, উদ্যোক্তাবান্ধব নীতি প্রণয়ন, ভ্যাট আইন প্রবর্তন, বেসরকারি খাতের সম্প্রসারণ এবং নারীশিক্ষায় নেওয়া উদ্যোগ শিল্পসহ বিভিন্ন খাতে দক্ষ শ্রমশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে স্মৃতিচারণা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশসহ দেশের ১৮টি বাণিজ্য সংগঠন। এতে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, ব্যাংক ও বিমা খাতের শীর্ষ কর্মকর্তা, অর্থনীতিবিদ, কূটনৈতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয় এবং পরে বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় এবং নব্বইয়ের দশকে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়, যা দারিদ্র্য হ্রাসে সহায়ক হয়েছে।

ওষুধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির বলেন, ১৯৯৪ সালে ওষুধ খাত উদারীকরণে খালেদা জিয়ার সাহসী সিদ্ধান্ত শিল্পটির বিকাশে মাইলফলক হয়ে আছে।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান টি রহমান বলেন, তাঁর শাসনামলে দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে গেছে।

ব্যাংকমালিকদের সংগঠন বিএবির সভাপতি আবদুল হাই সরকার বলেন, খালেদা জিয়া কম কথা বলতেন, বেশি শুনতেন এবং কখনো কারও বিরুদ্ধে কটূক্তি করতেন না।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেন, মুক্তবাজার অর্থনীতি, ভ্যাট আইন, বেসরকারীকরণ বোর্ড ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠনের মাধ্যমে রাজস্ব ও আর্থিক খাতকে শক্তিশালী করেছিলেন খালেদা জিয়া।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া জাতিকে সামনে এগিয়ে নেওয়ার প্রেরণা যুগিয়েছেন এবং তাঁর চলে যাওয়া নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার শক্তি দেবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়া গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ করতে দেননি এবং অর্থনৈতিক সংস্কারের রূপরেখা দিয়ে গেছেন।

দোয়া মাহফিল শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.