একাধিক প্রার্থীর নাম একই হলে পৃথক তালিকাভুক্তির নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম একই হলে সে ক্ষেত্রে প্রার্থীর পিতার নাম, স্বামীর নাম বা মায়ের নাম বিবেচনায় নিয়ে পৃথকভাবে তালিকাভুক্ত করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

এ নির্দেশনায় ইসি জানায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা (ফরম–৫) প্রস্তুতের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৭(২) অনুযায়ী প্রার্থীদের নাম বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে তাদের প্রত্যেকের বিপরীতে বরাদ্দকৃত প্রতীক উল্লেখ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি কোনও নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম একই হয়— তাহলে প্রার্থীর পিতার নাম, স্বামীর নাম বা মাতার নাম বিবেচনায় নিয়ে পৃথকভাবে তালিকাভুক্ত করতে হবে। প্রয়োজনে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী প্রতীকের ক্রমানুসারও পর্যায়ক্রমে বিবেচনায় নেওয়া হবে। এই প্রক্রিয়া অনুসরণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করে ফরম–৫ প্রস্তুত ও পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.