ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েন দেশের অর্থনীতি বা বাণিজ্যিক কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের এই অস্থিরতা অর্থনৈতিক লেনদেনকে ব্যাহত করবে—এমন আশঙ্কার কোনো কারণ নেই।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, এ ধরনের পরিস্থিতির সূচনা বাংলাদেশের পক্ষ থেকে হয়নি। তবে রাজনৈতিক মতবিরোধ থাকলেও তা যেন অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্কে প্রভাব না ফেলে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, বাংলাদেশ কোনোভাবেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না। দুই দেশের মধ্যে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না—এমনটাই প্রত্যাশা করেন তিনি।
এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথকীকরণ প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বাস্তবায়িত হবে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.