কাতারের সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালট সংগ্রহের বিষয়ে জরুরি বার্তা দিয়েছে সেদেশের বাংলাদেশ দূতাবাস। পোস্ট অফিস থেকে যেসব প্রবাসী এসএমএস পেয়েছেন- তাদের ১৫ কাতার রিয়েল পরিশোধ করতে হবে না বলে জানিয়েছে দূতাবাস।
সোমবার (৫ জানুয়ারি) দূতাবাসের বার্তায় বলা হয়, যেসব প্রবাসী ভোটার কাতারের পোস্ট অফিস থেকে হোয়াটসঅ্যাপে এসএমএস পেয়েছেন, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে- কাতারের পোস্ট অফিসে থেকে পোস্টাল ব্যালট সংগ্রহের জন্য উল্লিখিত ১৫ কাতার রিয়াল পরিশোধ করতে হবে না।
দূতাবাস বলছে, এসএমএস-এ উল্লিখিত পোস্ট অফিসে আপনার প্রাপ্ত এসএমএস এবং মূল পাসপোর্ট/ফটোকপি প্রদর্শনের মাধ্যমে বিনামূল্যে আপনি আপনার খাম সংগ্রহ করতে পারবেন। যেসব ভোটার পোস্টাল ব্যালট নিজ ঠিকানায় ডেলিভারি নিতে চান, তারা কাতার পোস্ট এর হটলাইন নাম্বার ১০৪ নম্বরে যোগাযোগের মাধ্যমে এসএমএসে উল্লিখিত কাতারি রিয়াল পরিশোধ করে ব্যালটসহ খাম ডেলিভারি নিতে পারবেন। এসএমএস না পাওয়া পর্যন্ত প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সংগ্রহের জন্য পোস্ট অফিসে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.